স্টাফ রিপোর্টার: তাইওয়ানে এক সপ্তাহ আগে একটি অ্যাপার্টমেন্ট ব্লক ধসে পড়ার ঘটনায় এ পর্যন্ত ১০০টির বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার জরুরি সেবা সংস্থাগুলো একথা জানিয়েছে।
জরুরি বিভাগের কর্মীদের তল্লাশী অভিযান শেষ হওয়ার পথে। কিন্তু এখনও তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় নগরী তাইনানের উয়েই-কুয়ান কমপ্লেক্সের তিনজন বাসিন্দাকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে কয়েকশ লোককে উদ্ধার করেছে।
জাতীয় দমকল বিভাগের সর্বশেষ হিসেব অনুযায়ী, সর্বশেষ হিসেব অনুযায়ী ভয়াবহ এই প্রকৃতিক দুর্যোগটিতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ১১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও এই ঘটনায় ৫৫০ জন আহত হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
১৬ তলা ভবনটির ধ্বংসস্তুপের ভেতর থেকে এ পর্যন্ত ২৮০ জনের বেশি লোককে টেনে তোলা হয়েছে। এক সপ্তাহ আগে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ভবনটি ধসে পড়ে।
ভয়াবহ ওই ভূমিকম্পটিতে তাইনানের একমাত্র গগনচুম্বি অট্টালিকা উয়েই-কুয়ানই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এতে ভবনটির নির্মাণে কাঁচামাল ও গুণগত মানসহ বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন উঠছে। ১৯৯৪ সালে এই ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই ঘটনায় ভবনটির নির্মাণকারী প্রতিষ্ঠানের ডেভেলপার লিন মিং-হুইয়ের বিরুদ্ধে পেশাগত অবহেলার অভিযোগ এনে। ভবন ধসে প্রাণহানির ঘটনায় তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
আদালতের প্রকাশকৃত এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা ভবনটির নির্মাণকাজে ইস্পাতের বিমের অপ্রতুলতাসহ ত্রুটি দেখতে পেয়েছেন।
তাইনানের নগর সরকার আদালতের কাছ থেকে শুক্রবার লিন ও তার তিন সহকারীর প্রায় ১০ লাখ মার্কিন ডলারের সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।