স্টাফ রিপোর্টার: সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আগামীকাল বুধবার বাদ আছর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ দোয়া মাহফিলের আয়োজন করেছে।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এ দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বিএফইউজে’র সভাপতি আলতাফ মাহমুদ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।