স্টাফ রিপোর্টার: তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা শুক্রবার শেষ দিনের প্রচারণা চালাচ্ছেন। শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে দ্বীপ রাষ্ট্রের নাগরিকরা এই প্রথম দেশের কোন নারী নেতাকে ভোটে বিজয়ী করবে বলে ধারণা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তাইওয়ানে সমাবেশের জন্য লোকজন একত্রিত হওয়া শুরু করেছে। এ নির্বাচনে ভোটাররা চীনের সাথে আট বছরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিপক্ষে ভোট দেবে বলে ধারণা করা হচ্ছে। দু’দেশের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবিশ্বাস প্রবণতা দেখা দিয়েছে।
নির্বাচনে দেশের অর্থনীতির বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠায় জীবনযাত্রার মান উন্নয়নে ব্যর্থতার জন্য জনগণ ক্ষমতাসীন দল কুওমিনতাংকে (কেএমটি) দায়ী করছে।
নির্বাচনে প্রধান দুই প্রার্থীর পক্ষে শুক্রবার রাতে চূড়ান্ত সমাবেশে হাজার হাজার লোক অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে প্রধান দুই প্রার্থী হচ্ছেন প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পাটির্র (ডিপিপি) সাই ইং-ওয়েন ও ক্ষমতাসীন দল কেএমটির এরিক চু।
শুক্রবার সকালে তাইচুং সিটির মধ্যাঞ্চলে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় সাই বলেন, ‘আমি বিশ্বাস করি যে, ডিপিপি ও আমি তাইওয়ানের জনগণকে সঙ্গে নিয়ে দেশকে আবারো সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারবো।
সাইয়ের চূড়ান্ত সমাবেশ তাইপেতে অবস্থিত প্রেসিডেন্টের দপ্তরের বাইরে অনুষ্ঠিত হবে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।