স্টাফ রিপোর্টার: চীনের তানজিন আর্ট গ্রুপের শিল্পীরা ১৭-১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। ‘বিউটিফুল তিয়ানজিন’ শিরোনামের অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ-চীন ফেন্ডশিপ সেন্টার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চায়নিজ অ্যাম্বাসি ইন বাংলাদেশ। নব্বই মিনিটের আয়োজনে শিল্পীরা মার্শাল আর্ট, ইস্ট্রুমেন্ট মিউজিক, ড্যান্স, এ্যাক্রোবেটিক ও বাংলাদেশের ফোক মিউজিক পরিবেশন করবে।
জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বৃস্পপতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় আয়োজনের সঙ্গে সম্পৃক্তরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চায়নিজ অ্যাম্বাসি ইন বাংলাদেশের কালচারাল কাউন্সিলর চেন সাঙ, বাংলাদেশ-চীন ফেন্ডশিপ সেন্টারের প্রেসিডেন্ট দেলওয়ার হোসাইন, বাংলাদেশ-চীন ফেন্ডশিপ সেন্টারের সেক্রেটারি জেনারেল এইচ এম জাহাঙ্গীর আলম রানা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও একাডেমির নাটক ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।