কিন্তু হঠাৎ করেই পদ থেকে আমির খানকে বাদ দেওয়ার বিষয়টিকে কেউ কেউ বিজেপি সরকারের প্রতিশোধ বলে মন্তব্য করেছেন। কারণ কয়েক দিন আগেই বিজেপি সরকারকে সাম্প্রদায়িক বলে মন্তব্য করেছিলেন এই অভিনেতা।
সাম্প্রতিক সময়ে ভারতের সাম্প্রদায়িক অসহিষ্ণুতা বিষয়ে মন্তব্য করে বিজেপির তোপের মুখে পড়েন আমির খান। বেশ কয়েকজন বিজেপি নেতা তার বিরুদ্ধে আক্রামনাত্মক বক্তব্য দেন। কেউ কেউ মনে করছেন এরই ধারাবাহিকতায় ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে আমির খানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত।
মাত্র কয়েকদিন আগে ‘রাষ্ট্রব্যবস্থা অসহিষ্ণু হয়ে উঠছে’ বলে মন্তব্য করেছিলেন আমির খান। এই মন্তব্যের পর ভারতজুড়ে আলোচনার ঝড় উঠে। এ ঘটনায় থানায় আমিরের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। রাজপথে তার কুশপুত্তলিকা দাহ করা হয়, এমনকি তাকে দেশ ছেড়ে যাওয়ারও দাবি তুলেন কেউ কেউ।