অগ্রসর রিপোর্ট: কলকাতায় আর জি কর হাসপাতালে নারী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। এরমধ্যে বুধবার মধ্যরাতে রাস্তায় নেমেছিলেন অসংখ্য নারী-পুরুষ। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বিরোধী দলগুলো তার সরকার উৎথাতের চেষ্টা করছে।
বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা পটপরিবর্তনের প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে। সেইরকম একটা কিছু করে ক্ষমতা দখল করতে চাইছে। আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব। বিচার দিয়ে যাব।’
নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় শুরু থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ প্রশাসনের সর্বোচ্চ স্তরকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। সিপিএম থেকে বিজেপি সবাই একসুরেই তোপ দেগেছে তৃণমূলের বিরুদ্ধে। আর জি কর কাণ্ডে দোষীদের বাঁচানোর অভিযোগও তুলেছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ চেয়ে ধর্নায় বসেছেন বিজেপি বিধায়করা। এই সব উল্লেখ করেই বেহালার অনুষ্ঠানের মঞ্চ থেকে পাল্টা তোপ দাগেন মমতা।
তিনি বলেন, ‘আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না।’
আর জি কর কাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ মমতা বলেন, ‘যখন ঘটনাটা ঘটে, তখন ঝাড়গ্রামে ছিলাম। সারারাত ঘুমোইনি, রাত ২টা পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম। বলুন, কোন অ্যাকশনটা আমরা নিইনি? ১২ ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেপ্তার করা হয়েছে।’
বুধবার তিনি মনে করিয়ে দেন, ‘আমি রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত, কোনও আপত্তি নেই। এই ঘটনাটা কিন্তু আমাদের পুলিশই ধরেছে।’
সূত্র: এপিবি