অগ্রসর রিপোর্ট: প্রশাসনিক কারণে বাহিনীর যেসব সদস্য ‘সাময়িকভাবে বরখাস্ত’ হয়েছিলেন, তাদের বরখাস্তের আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পুলিশ।
শুক্রবার পুলিশ সদর দপ্তরের জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, পুলিশের সব ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়ার (কনস্টেবল থেকে এসআই, ডিএমপিতে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত) আদেশ প্রত্যাহার করতে আদেশক্রমে নির্দেশ দেওয়া হলো।
আদেশটি পুলিশের সব ইউনিটে পাঠিয়ে তাৎক্ষণিক কার্যকর করার নির্দেশনা দেওয়া হলো।
এদিকে প্রবল গণআন্দোলনের মুখে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরই রাজধানীসহ দেশের বেশির ভাগ থানায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জীবন বাঁচাতে আত্মগোপনে চলে যান পুলিশ সদস্যরা। এরপরই ভেঙে পড়ে দেশের বেশির ভাগ থানার কার্যক্রম। পাঁচদিন পর সেনাবাহিনীর সহায়তায় স্বল্প পরিসরে থানার কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার সকাল থেকে রাজধানীর প্রায় ২৯টি থানার কার্যক্রম শুরু করেন পুলিশ সদস্যরা। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছেন সেনা সদস্যরা।