অগ্রসর রিপোর্ট: গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় প্রতিদিন রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। এবার ইসরায়েলি লক্ষ্যবস্তুতে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে গোষ্ঠীটি। ইতোমধ্যে হামলার একটি ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহর সামরিক মিডিয়া।
শুক্রবার এক ভিডিও প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লেবাননের আল-মানার টিভি চ্যানেল।
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, এস-৫ এয়ার-টু-সার্ফেস মিসাইল দিয়ে সজ্জিত একটি ড্রোন ইসরায়েল অভিমুখে এগিয়ে যাচ্ছে। পরে লেবাননের সীমান্তের ওপারে মেটুলায় অবস্থিত একটি ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি।
ভিডিওতে আরও দেখা যায়, ড্রোনটি ইসরায়েলি সৈন্যদের এবং একটি সামরিক যানের ওপর দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে, যা সরাসরি আঘাত হানে।
এর আগেও ইসরায়েলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে সেগুলো ছিল আত্মঘাতী ড্রোন।
হিজবুল্লাহর দাবি, মেটুলায় হামলাটি ইসরায়েলের সঙ্গে সামরিক সংঘর্ষে একটি নতুন যুগের সূচনা করে, কারণ কয়েক দশকের মধ্যে এটি প্রথমবারের মতো সারফেস-টু-এয়ার রকেট ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়েছে।
এর মাধ্যমে কম্ব্যাট ড্রোন দিয়ে নিজেদের বিমান হামলা চালানোর সক্ষমতা প্রকাশ করল হিজবুল্লাহ।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পরদিন থেকে হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় প্রতিদিন রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত থেকে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ)।
গত সাত মাসের বেশি সময় ধরে এই যুদ্ধে হিজবুল্লাহর হামলায় অন্তত ১৪ ইসরায়েলি সেনা নিহত এবং ১০ বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন। আর আইডিএফের পাল্টা হামলায় কমপক্ষে লেবাননে ৪১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৭৯ জনই বেসামরিক বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
এছাড়া দুপক্ষের যুদ্ধের কারণে গত সাত মাসে লেবানন-ইসরায়েল সীমান্তের দুই প্রান্ত থেকে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।