স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের টেক্সাসের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি এলাকায় টর্নেডোর আঘাতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। টর্নেডোর আঘাতে অঞ্চলটির একটি বড় অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার রাতে স্থানীয় কর্মকর্তারা ও গণমাধ্যম একথা জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নগর কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, ডালাস-ফোর্ট ওয়ার্থ মেট্রোপ্লেক্সের অংশ টেক্সাসের গারল্যা-ে স্থানীয় সময় প্রায় ৬ টা ৪৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ০০৪৫) টর্নেডো আঘাত হানে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঝড়ে ৫ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এতে আরো বলা হয়েছে, ‘এই ঝড়ে ওই একই এলাকার যানবাহন, বাড়িঘর ও অ্যাপার্টমেন্টের ব্যাপক ক্ষতি হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ‘যারা মারা গেছেন টর্নেডোর আঘাতের সময় তারা যানবাহনের ভিতরে ছিলেন বলে মনে করা হচ্ছে।’
এই ঘটনায় অজ্ঞাত সংখ্যক লোক আহত হয়েছে।
ডালাস মর্নিং নিউজ স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে, টর্নেডোর আঘাতে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়েছে ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।
এই বিপর্যয়ের ফলে প্রায় ৫০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
গারল্যা- পুলিশের মুখপাত্র মাইক হাটফিল্ড পত্রিকাটিকে বলেন, ‘গারল্যান্ডের মহাসড়কের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার কারণেই মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘বিদ্যুৎ না থাকায় এই এলাকা অন্ধকারে ঢেকে গেছে। সড়ক ও মহাসড়কের সবগুলো বাতি ঝড়ো বাতাসে ধ্বংস হয়ে গেছে।’
স্থানীয় পুলিশের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানায়, মেট্রোপ্লেক্সের সামান্য উত্তরে কলিন কাউন্টিতে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সংশ্লিষ্ট কারণে আরো ৩ জন মারা গেছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ যখন অতি সম্প্রতি আঘাত হানা প্রলয়ঙ্করী ঝড় ও বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করছে ঠিক সেই সময়েই শনিবার এই নতুন প্রাকৃতিক দুর্যোগটি দেখা দিল।
আগের ঝড় ও বন্যায় মিসিসিপি, টেনেসি ও আরকানসাসে অন্তত ১৭ প্রাণ হারায়।
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।