আগামী ৮ এপ্রিল বিরল সূর্যগ্রহণ। সূর্য এবং পৃথিবীর মাঝখানে অবস্থান নেবে চাঁদ। উত্তর আমেরিকা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডায় পূর্ণ সূর্যগ্রহণ দেখা দেবে। এসব অঞ্চলের সূর্য পুরোপুরি ঢেকে দেবে চাঁদ। এ কারণে গ্রহণের সময় (সকাল ১১টা থেকে অঞ্চল ভেদে বিকাল ৫টা পর্যন্ত) উষা বা সন্ধ্যার আলো-আঁধারি নেমে আসবে। কে না জানে, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় প্রকৃতিতে আরো নানা ঘটনা ঘটে। ৮ এপ্রিলও এর ব্যতিক্রম নয়। খবর রয়টার্স।
এরই মধ্যে নায়াগ্রা জলপ্রপাতে ৮ এপ্রিল জরুরি অবস্থা জারি করা হয়েছে। কানাডার নায়াগ্রা অঞ্চলের প্রশাসন এ ঘোষণা দিয়েছে। জলপ্রপাতটি কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে। নায়াগ্রা অঞ্চল কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় ওই দিন স্থানীয় বা পর্যটকদের নিরাপত্তার কারণে জলপ্রপাতে ঢুকতে দেয়া হবে না।