সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবদুল কাদের (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় ৫টার দিকে আবোহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল কাদের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মৃত নুরুল আমিনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার কাজে যাওয়ার সময় পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার লাশ আবহার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
নিহতের ভাই মাওলানা কামাল হোসেন বলেন, আমরা ভাই পাঁচ বছর ধরে প্রবাস করছে। দু’বছর আগে ছুটিতে এসেছিল। ছুটি শেষে সৌদিতে চলে গেছে। আজ (২৬ মার্চ) বিকাল ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।