স্টাফ রিপোর্টার: জেলার চাষাঢ়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে অপহৃত হন মা ও ১০ মাসের শিশুকন্যা। অপহৃতের ১২ দিন পর শিশু ফাতেমাকে কাঁচপুর ব্রিজ থেকে শনিবার উদ্ধার করতে পারলেও মায়ের কোনো সন্ধান পায়নি পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে জোসনা সরকারকে (২৭) আটক করা হয়েছে।
আটক জোসনা সরকার মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার চরতিল্লীর আজহারের স্ত্রী।
এর আগে বুধবার মধ্যরাতে শিশুর বাবা মো. অলিউল্লাহ (২৮) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন।
মামালার তদন্তকারী অফিসার সফিকুল ইসলাম জানান, অপহৃত ১০ মাসের শিশু ফাতেমাকে উদ্ধার করা হয়েছে। তার মা রোকসানাকে উদ্ধারের চেষ্টা চলছে।
রোকসানার মা হোসনে আরা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অপহরণের পর থেকে আমার মোবাইল ফোনে মেয়ে ও নাতনিকে হত্যার হুমকি দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মেয়ে ও নাতনিকে জীবিত পাওয়ার আশায় চার কিস্তিতে বিকাশের মাধ্যমে দুই লাখ টাকা পাঠাই। আজ সকালে ২৫ হাজার টাকা দেওয়ার পর বিকেলে তাদের ফিরিয়ে দেবে বলে সিদ্ধিরগঞ্জ এলাকায় আসতে বলে। আমরা পুলিশ ছাড়া সেখানে যাই। সেখানে গেলে কাঁচপুর ব্রিজে যেতে বলে। সেখানে নাতনিকে দিতে আসে জোসনা নামে এক নারীকে আমরা ধরে সদর মডেল থানা পুলিশে হস্তান্তর করি।’
প্রসঙ্গত, চাদঁপুরের মতলব রাজুরকান্দি থেকে বাদী অলিউল্লাহর বড় বোন ও চাচির সঙ্গে তার ভাবি রোকসানা ও মেয়ে ফাতেমা ৭ ডিসেম্বর সকালে চাষাঢ়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নয়তলায় ডাক্তার দেখাতে আসে। সেখান থেকে রোকসানা ও তার মেয়ে ফাতেমার খোঁজ পাওয়া যাচ্ছে না।