স্টাফ রিপোর্টার : জেলার কালীগঞ্জ উপজেলায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সুর্বণসড়া গ্রামে শনিবার বিকেলে তাকে হত্যা করা হয়।বারোবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু কালীগঞ্জ উপজেলার সুবর্ণসড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, জেলার কালীগঞ্জ উপজেলার আন্দোলপোতা গ্রামে মিন্টুর একটি পুকুর ছিল। সেখানে তিনি মাছের পরিচর্যা করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে পাশের সুবর্ণসড়া গ্রামে গেলে একদল সন্ত্রাসী মিন্টুকে কুপিয়ে হত্যা করে।
বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ জানান, নিহত মিন্টু ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। থানায় মামলার প্রস্তুতি চলছে।