অসহিষ্ণুতা বিতর্ক নিয়ে মন্তব্য করার পর থেকেই নানাভাবে হেনস্থা হতে হয়েছে শাহরুখকে। তাকে পাকিস্তানে গিয়ে থাকার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। বিজেপির একাধিক নেতা শাহরুখকে দেশদ্রোহী বলেও মন্তব্য করেছেন। এরই রেশ ধরে এবার শাহরুখের সিনেমা প্রদর্শনী বন্ধ করার দাবি তুলেছে বিজেপি সমর্থকরা।
পুণেতে একটি মাল্টিপ্লেক্সে বন্ধ করে দেওয়া হয়েছে ‘বাজিরাও মস্তানি’র পাঁচটি প্রদর্শনী। বিজেপির সমর্থকরা সেখানে দাবি করেছেন, ইতিহাস বিকৃত করেছেন বানশালী। বিজেপি কর্মীদের দাবি, এ সিনেমায় পেশোয়া বংশের ইতিহাস পুরোপুরি বিকৃত করেছেন বানশালী। তবে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলাল গৌর বলেন, ‘শাহরুখ একজন সত্যিকারের দেশপ্রেমী। তার ছবি বয়কট করা উচিত নয়।’
রোহিত শেট্টি আর সঞ্জয় লীলা বানশালীর এ দুই চলচ্চিত্র মুক্তির আগে থেকেই নানা কারণে শিরোনামে এসেছে। ‘দিলওয়ালে’তে দীর্ঘদিন পর ফিরেছেন শাহরুখ-কাজল জুটি। অন্যদিকে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ ঐতিহাসিক চলচ্চিত্র। মুক্তির প্রথম দিনে বিক্ষোভের মুখেই ‘দিলওয়ালে’ আয় করেছে ২২ কোটি রুপি। অন্যদিকে ‘বাজিরাও মাস্তানি’র আয় ১৮ কোটি রুপি।