অগ্রসর রিপোর্ট : চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ইস্টার্ন রিফাইনারির প্ল্যান্টের ট্যাংক ফার্মে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রিফাইনারি।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ।
তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একটি তেলের পাইপলাইনে আগুন লেগেছে। খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেডের ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ইস্টার্ন রিফাইনারির অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণসহ এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।