স্টাফ রিপোর্টার: মেক্সিকোর দক্ষিণাঞ্চলে শুক্রবার গলাকাটা অবস্থায় আট পুরুষের মৃতদেহ পাওয়া গেছে।
দেশটির পুলিশ একথা জানিয়েছে।
অঞ্চলটির বিভিন্ন অপরাধ চক্রগুলোর মধ্যে মাদক সংক্রান্ত দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের জের ধরে সেখানে প্রায়ই সহিংস ঘটনা ঘটে।
ওয়াক্সাকা রাজ্যে পুলিশের ডেপুটি জুয়ান মাতেও রডরিগুয়েজ কুয়েন্সা ডেল পাপালোয়াপান অঞ্চল থেকে জানান, মৃতদেহগুলোর হাত ও পা বাঁধা ছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মৃতদেহগুলোর কয়েকটি পরিত্যক্ত একটি ভ্যান গাড়িতে ছিল। বাকিগুলো গাড়িটির কাছেই পড়ে ছিল।
রডরিগুয়েজ বলেন, ‘কোসোলাপা শহরের আশপাশে কাজে যাওয়ার সময় কৃষকরা মৃতদেহগুলো দেখতে পেলে আমাদের খবর দেয়।’
শহরটিতে ১৫ হাজার মানুষ বাস করে। শহরটি ওয়াক্সাকা রাজ্যে অবস্থিত। এটি মেক্সিকোর অন্যতম দরিদ্র রাজ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারের রুট রয়েছে। রুটগুলোর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রায়ই অপরাধ চক্রগুলো সংঘাত-সহিংসতায় জড়িয়ে পড়ে।
২০০৬ সালে মেক্সিকোজুড়ে মাদক সংশ্লিষ্ট সহিংস ঘটনায় ১০ লাখের বেশি লোক প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।