অগ্রসর রিপোর্ট: নিউজিল্যান্ডের অন্তত এক ডজন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর জেরে বৃহস্পতিবার বেশ কয়েকটি স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। তবে কোনো স্কুলে বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে, এমন খবর পাওয়া যায়নি।
নিউজিল্যান্ডের প্রিন্সিপাল ফেডারেশনের সভাপতি চেরি টেলর-প্যাটেল এ বিষয়ে বলেন, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। তাদের ধারণা, এটি বিদেশ থেকে আসা একটি সাইবারবট।
নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি নেই বলে তাদের বিশ্বাসের কথা জানিয়েছে। তবুও কর্তৃপক্ষ স্কুলগুলোর হুমকি তদন্ত করার কথা জানিয়েছে।
২০১৬ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার স্কুলগুলোতে সক্রিয় বোমা রয়েছে এমন হুমকি দিয়ে ফোনকল গিয়েছিল। কিন্তু পরে সেটি ‘ভুয়া’ বলে প্রমাণিত হয়। সূত্র: আল জাজিরা