অগ্রসর রিপোর্ট: প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করল বাংলাদেশ।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মো. শাহরিয়াজ পিএএ (বহিরাগমন-২ অধিশাখা) স্বাক্ষরিত এক চিঠিতে এ ভিসার চালুর কথা জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত দুই ডোজ টিকা নেয়া ভারতীয় নাগরিক বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি চিঠির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া চিঠিতে বলা হয়, আকাশ, জল ও স্থলপথ দিয়ে ভারতীয় নাগরিকরা ভিসা প্রাপ্তি সাপেক্ষে বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে এতদিন বন্ধ ছিল ভারতীয়দের পর্যটন ভিসা। প্রায় দুই বছর পর ফেল তা চালু হল।
তবে ভারত এখনো বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুরোপুরিভাবে চালু করেনি।
গত ১৬ মার্চ এক নির্দেশনায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি বিবেচনায় রেখে বিদেশি পর্যটকদের জন্য ফের পর্যটন ভিসা চালু করেছে সরকার।
ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরো শিথিল করার বিষয়টিও বিবেচনা করছে দেশটি।