অগ্রসর রিপোর্ট: ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের দায়িত্ব পালনের মেয়াদ বেড়েছে। বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি সম্মেলনে ন্যাটো নেতারা তার ১ বছর মেয়াদ সম্প্রসারণের অনুমোদন দেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গের ২০২২ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মধ্যে ন্যাটো দেশগুলো তার মেয়াদ ১ বছর বাড়াল। ফলে তিনি ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এক টুইটবার্তায় স্টলটেনবার্গ মেয়াদ বাড়ানোয় ন্যাটো দেশগুলোর প্রধানদের ধন্যবাদ প্রদান করেন। তিনি লেখেন— এক প্রজন্মে আমরা সর্বোচ্চ নিরাপত্তা সঙ্কটের সম্মুখীন। জোট শক্তিশালী রাখতে, আমাদের নাগরিকদের নিরাপদে রাখতে; আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি।
স্টলটেনবার্গ একজন অর্থনীতিবিদ। তিনি নরওয়ের সাবেক লেবার পার্টির নেতা ছিলেন। ২০০০-০১ এবং ২০০৫-১৩ মেয়াদে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি অর্থ এবং জ্বালানিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।