অগ্রসর রিপোর্ট :পৃথিবীর পাশ দিয়ে যাওয়া চলতি বছরের সবচেয়ে বড় গ্রহাণু রোববার সবচেয়ে কাছে আসছে। তবে বিজ্ঞানীরা বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পৃথিবী ঝুঁকিমুক্ত। গ্রহাণুটির ব্যাস আনুমানিক তিন হাজার ফুট।
গ্রহাণুটি ১২ লাখ ৫০ হাজার মাইলের কাছ দিয়ে ২১ মার্চ রোববার আমাদের এই পৃথিবী অতিক্রম করবে। এই দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় ৫.২৫ গুণ। তবে এটি আরো কাছাকাছি এলে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
মহাকাশ সংস্থা নাসা বলেছে, এর ফলে জ্যোতির্বিজ্ঞানীরা খুব কাছে থেকে গ্রহাণুটি পর্যবেক্ষণের বিরল সুযোগ পাবেন। গ্রহাণুটি ২০ বছর আগে আবিষ্কৃত হয়েছে।
সংস্থাটির সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ পরিচালক পাউল চোদাস ‘সূর্যকে পরিক্রমণরত ‘২০০১ এফও ৩২’ নামের গ্রহাণুটি কক্ষপথের নির্ভুল হিসেব আমাদের জানা আছে। গ্রহাণুটি পৃথিবী থেকে ১২ লাখ ৫০ হাজার মাইলের বেশি কাছাকাছি আসবে না। ‘২০০১ এফও ৩২’ গ্রহাণুটি পৃথিবী অতিক্রমের সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ হবে প্রায় ৭৭ হাজার মাইল। এই গতি পৃথিবীর দিকে আসা অধিকাংশ গ্রহাণুর গতির চেয়ে বেশি।
সুত্র; আল-জাজিরা