অগ্রসর রিপোর্ট :রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ভেতর চালের বস্তায় করে আনা অর্ধকোটি টাকার হেরোইনসহ আন্তঃজেলা মাদক চোরাকারী চক্রের দুই জনকে আটক করেছে র্যাব-২। তারা হলেন, রাজশাহী গোদাগাড়ীর আনোয়ার (২২) এবং শ্রী কান্তি ভিশন (৩০)।
রোববার (৭ মার্চ) রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের কৃষিমার্কেট এলাকা সংলগ্ন সড়ক থেকে তাদেরকে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে অর্ধ কোটি টাকা মূল্যের আধা কেজি হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত চালের বস্তা ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান সাভার হয়ে রাজধানীতে ঢুকছে। এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থেকে অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই জন আন্ত:জেলা মাদকের চোরাকারবারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তিনি বলেন, আটক হওয়া সদস্যরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকা হতে মাদক নিয়ে আসে এবং রাজধানীর বিভিন্ন কারবারীদের কাছে হস্তান্তর করে।
এএসপি মামুন বলেন, মাদক চোরাকারবারীরা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে হেরোইন দেশে নিয়ে আসে এবং আইন-শৃংখলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে হেরোইন পৌঁছানোর জন্য পণ্যবাহী গাড়ী ব্যবহারের কৌশল অবলম্বন করে থাকে।