অগ্রসর রিপোর্ট :নায়িকা হিসেবে অভিষেক চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ মুক্তির আগে আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন নবাগত প্রার্থনা ফারদীন দীঘি। নাম ‘শেষ চিঠি’। এ ছবির গল্প লিখেছেন ববি রহমান। পরিচালনা করবেন সুমন ধর। এখানে দীঘির বিপরীতে নায়ক ইয়াশ রোহান।
সম্প্রতি ‘শেষ চিঠি’তে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন দীঘি-রোহান দুজনেই। এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন তারা।
দীঘি বলেন, ‘ইয়াশ রোহানের সম্পর্কে আগে থেকেই জানি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রথম দেখা হলো। শুটিং শুরুর আগে আমরা দুজনে যার যার চরিত্র ঝালাই করে নেব। আশা করি ভালো কিছুই উপহার দিতে পারব।’
ইয়াশ রোহান বলেন, ‘দীঘির নাম অনেক শুনেছি। এবার দেখা হলো, কথাও হয়ে গেল। তার সঙ্গে কথা বলে যা বুঝেছি, আমাদের জুটির কাজ ভালোই হবে।’ ছবির গল্প সম্পর্কে এই অভিনেতা বলেন, ‘দর্শক যে ধরনের গল্প দেখতে পছন্দ করেন, ‘শেষ চিঠি’র গল্পটা তেমনই।’
নতুন জুটি দীঘি-রোহান সম্পর্কে পরিচালক সুমন ধর বলেন, ‘দুজনই গুণী অভিনয়শিল্পী পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই তারা অভিনয়ের সঙ্গে জড়িত। তাদের কাজ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। দুজনের প্রতিই আমার আস্থা আছে।’
প্রসঙ্গত, ‘শেষ চিঠি’র গল্পের মূল বিষয়বস্তু হলো, মানুষকে পেশা দিয়ে মূল্যায়ন না করে বরং তাকে মানুষ হিসেবেই সম্মান করা। আগামী ২ মার্চ থেকে ঢাকায় ছবির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা সুমন ধর। প্রথম লটের শুটিং চলবে ৬ মার্চ পর্যন্ত।