অগ্রসর রিপোর্ট :দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর অর্ধেকের বেশি হয়েছে রাজধানী ঢাকায়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (১১ ডিসেম্বর) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারাদেশে করোনায় মৃত্যু হয়েছে ছয় হাজার ৯৮৬ জনের। এর মধ্যে ঢাকাতেই মারা গেছেন তিন হাজার ৭৯৫ জন। যা মোট মৃত্যুর ৫৪ দশমিক ৩২ শতাংশ। মৃত্যুর মিছিলে দ্বিতীয় অবস্থানে আছে চট্রগ্রাম। সেখানে মৃত্যু হয়েছে এক হাজার ৩০১ জনের। যা মোট মৃত্যুর ১৮ দশমিক ৩২ শতাংশ। এছাড়া অন্য বিভাগ গুলোর মধ্যে খুলনায় মারা গেছেন ৫০৫ জন, রাজশাহীতে ৪১৭ জন, রংপুরে ৩১৩ জন, সিলেটে ২৭৩ জন, বরিশাল ২৩০ জন, ময়মনসিংহে ১৫২ জন।
করোনায় মোট মৃত্যুর অর্ধেকের বেশি রাজধানীতে
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ১৪০টি পরীক্ষাগারে ১৬ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৪৪ হাজার ২৫২টি। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৮৮৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৮৬৬ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ১৪ হাজার ৩১৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ এবং এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব চারজন ও পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব ১১ জন রয়েছে।