অগ্রসর রিপোর্ট :বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত ১৫ লাখ ৪২০ জনের মৃত্যু হয়েছে। এসময় পর্যন্ত বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৪৯ লাখ ৪ হাজারের বেশি। আর সুস্থ হয়েছেন ৪ কোটি ৪৯ লাখ ৯৫ হাজারের বেশি।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ২৬৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৮৬৭ জনের।
করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ৩৪ হাজার ৯৬৪ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৬৫৬ জন।
করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৩৬ হাজার ৬৫০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭৪ হাজার ৫৩১ জন।
করোনায় মৃতের সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪ হাজার ৩২৩ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৫৫ হাজার ১২৮ জন।
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৭৫ হাজার ৫৪৬ জন। আর মৃতের সংখ্যা ৪১ হাজার ৬০৭ জন।
ওয়ার্ল্ডোমিটারের তালিকায় ২৬তম অবস্থানে থাকা বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন। মারা গেছেন ৬ হাজার ৭১৩ জন।