অগ্রসর রিপোর্ট : বেক্সিমকোসহ ১৮টি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান স্বল্পোন্নত ও মধ্য-আয়ের দেশগুলোর জন্য করোনা চিকিৎসার ওষুধ বানানোর প্রতিশ্রুতি দিয়েছে। নন-প্রফিট মেডিসিনস প্যাটেন্ট পুলের (এমপিপি) আওতায় বাংলাদেশের বেক্সিমকোসহ ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ওষুধ কোম্পানিগুলো এই উদ্যোগ নিয়েছে।
এই ১৮টি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান হলো এডকক ইনগ্রাম, এরিনি লাইফসায়েন্স লিমিটেড, অরবিন্দ, বেক্সিমকো ফার্মা, সেলট্রিয়ন, ডেজানো, এমকিউরা, হেটেরো, লানগুহা, লাউরাস ল্যাবস, লুপিন, ম্যাকলিউডিস, ম্যানগালাম, মাইক্রো ল্যাবস, নাটকো, সান ফার্মা, স্ট্রাইডিস, জাইদুস। এর মধ্যে ভারতেরই রয়েছে ৮টি প্রতিষ্ঠান।
জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক সংস্থা এমপিপি বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জেনেভাভিত্তিক এই প্রতিষ্ঠানটি এইচআইভি, যক্ষ্মা, হেপাটাইসিস-সি প্রভৃতি জটিল রোগের চিকিৎসা সহজলভ্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো যাতে এসব রোগের ওষুধ সহজে পেতে পারে, সেই লক্ষ্যে কাজ করে।
এমপিপির নির্বাহী পরিচালক চার্লস গোর বলেন, করোনা মহামারি নিয়ন্ত্রণে আনতে ও বিনাশ করতে এবং ওষুধ উৎপাদন ও প্রাপ্তির সুবিধায় সমতা রক্ষায় কোম্পানিগুলোর এ ধরনের প্রচেষ্টা অভূতপূর্ব।
বিজ্ঞপ্তিতে ওষুধ কোম্পানিগুলো জানায়, করোনা চিকিৎসা সহযোগিতা যাদের প্রয়োজন, তাদের সাহায্য করতে আমরা যৌথ ঘোষণা দিচ্ছি। বিশ্বের অন্যান্য ওষুধ নির্মাতা কোম্পানি ও সরবরাহকারীদের আমরা আমাদের সঙ্গে যোগ দেয়ার অনুরোধ জানাচ্ছি। যাতে কাঁধে কাঁধ রেখে আমরা মহামারি নির্মূল করতে পারি।