মো: আশরাফুজ্জামান মুকুল, সাতক্ষীরা : “সাদাছড়ির উন্নতি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে ধারন করে সাতক্ষীরা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরন করা হয়। সদর উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অঃদাঃ) মোঃ রোকনুজ্জামান , প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, ফিজিওথেরাপিস্ট ডাঃ হাবিবুর রহমান, বরসার সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাংবাদিক এম রফিক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দৃষ্টি প্রতিবন্ধী আবুল কালাম আজাদ, সেলিম হোসেনসহ অনেকেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ সাদাছড়ি হাতে ব্যক্তিদের রাস্তা পারাপারে সহযোগিতা চায়। তারা বলেন আমাদেরকে পরিবারে, সমাজের, অফিস আদালতে কোথাও কোন সহযোগিতা করেনা। সবাই সবসময় আমাদের অবহেলা করে। দৃষ্টি প্রতিবন্ধীদের বাস, ট্রেনসহ সমস্ত যানবাহনে ফ্রী চলাচলে ব্যবস্থাসহ সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর জন্য জেলা সমেজসেবা অধিদপ্তরের কাছে দাবি জানান। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীরা যাতে শান্তিতে বাচতে পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখার দাবি তোলাসহ রাস্তায় চলাচলে ট্রাফিক পুলিশের সহযোগিতা চান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন বরসা, সিডো, এনজেড ফাউন্ডেশন, ক্রিসেন্ট, প্রাইড ফাউন্ডেশন, সাউদার্ন চ্যারিটি অর্গানাইজেশন, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কার বুন্ধি প্রতিবন্ধী স্কুল, নবজীবন, সুশীলন, উত্তরণ, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল, প্রতিবন্ধী পূনর্বাসন কল্যাণ সমিতি, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলসহ পঞ্চাশ দৃষ্টি প্রতিবন্ধী নারী -পুরুষ অংশগ্রহণ করেন। সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।