অগ্রসর রিপোর্ট: টোগোর রাজধানী লোমেতে একত্রিত হওয়া সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ বৃহস্পতিবার রাতে তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এতে বিরোধী দল দেশটির প্রেসিডেন্ট ফাউরে জ্ঞাসিঙবে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। খবর এএফপি’র।
বিক্ষোভকারীরা জানান, তারা ‘রাতভর’ রাজপথে অবস্থান করার ব্যাপারে বদ্ধপরিকর থাকলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেষ পর্যন্ত তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। টোগোর সবুজ, হলুদ ও লাল রংয়ের পতাকা উড়িয়ে এবং বাঁশি বাজিয়ে তারা বিক্ষোভ করছিল।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যারিকেডে আগুন ধরিয়ে দেয় এবং তাদের ফাউরে বিরোধী শ্লোগান দিতে দেখা যায়।
নগরীর বাকি অংশ শান্ত থাকলেও অনেক বাসিন্দাদের টায়ার ও পাথর ব্যবহার করে অস্থায়ী ব্যারিকেড তৈরী করতে দেখা যায়।
উল্লেখ্য, টোগোর বিরোধী রাজনৈতিক দল দেশটির সাংবিধানিক সংস্কারের দাবি জানিয়ে আসছে। এক্ষেত্রে তাদের প্রধান দাবি হচ্ছে প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশী ক্ষমতায় থাকতে পারবে না।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।