৪ দিনের ওই আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে গত রবিবার হাঙ্গেরির উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা। যাত্রাপথে তার বিমানে কারিগরি ত্রুটির জন্য জরুরি অবতরণ করতে বাধ্য হয় তুর্কমেনিস্তানে। পরে ত্রুটি সারিয়ে ৪ ঘণ্টা পর যাত্রা করে ওই বিমানটি। গত বুধবার অন্য একটি বিমানে করে শেখ হাসিনা দেশে ফেরেন। এ ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত শেখ হাসিনা গণমাধ্যমের সঙ্গে কিছু বলেননি। শনিবারের সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়েও কথা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
রাষ্ট্রীয় সফর শেষে বরাবর গণমাধ্যমকে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি সফরের বর্ণনা এবং বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বললেও বরাবরই পরে রাজনৈতিক বা সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ স্থান পায়।
সবশেষ যুক্তরাষ্ট্র ও কানাডা সফরশেষে ২ অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী। ওই সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমে আসা প্রতিবেদনে সফরের চেয়ে বেশি স্থান পায় শেখ হাসিনার আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়তে চাওয়ার আকাঙ্ক্ষা। এ কারণেই এবারের সংবাদ সম্মেলনেও সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী নিয়ে কথা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।