অগ্রসর রিপোর্ট : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের জন্য নয়জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা হলেন- জেলা ও দায়রা জজ (বি.আর.এল ভোগরত) মুহাম্মদ মাহবুবুল ইসলাম, জেলা ও দায়রা জজ (পি. আর. এল ভোগরত), সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল ড. মো. জাকির হোসেন, জেলা ও দায়রা জজ ড. মো. আক্তারুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান সূত্রে জানাগেছে আগামীকাল সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপিত নব নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করাবেন।