ওমর ফারুক বলেন,যদি আমরা সত্যি সত্যি ভাগ্যের পরিবর্তন করতে চাই যদি আমরা উন্নত দেশে আলোকিত মানুষ হিসেবে বাঁচতে হয় তাহলে আমাদেও ধর্য ধরতে হবে এবং সবকিছু মোকাবেলা করে সামনের দিকে এগুতে হবে।
তিনি আরও বলেন, এদেশে কিছু ওলামা, ধর্মের ভূল ব্যাখ্যা দিয়ে নারীদে পঞ্চম শ্রেণীর বেশী না শিক্ষা গ্রহণ করে ঘরে থাকতে বলেন যাতে করে নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী না হয়। কিন্ত্র ওই সব ওলামা মাশায়েক তাঁদের নিজ মেয়েদের বিদেশে পাঠিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করাচ্ছে।
তিনি নরীদের প্রতি কর্ম ও শিক্ষা ক্ষেত্রে এগিয়ে এসে পুরুষের পাশাপাশি তাদেরও অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখান আহবান এবং যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের কে উদ্যোক্তা হতে আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতা ও সনদঈত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট আদিব আঞ্জুম মিতা, নারী উদ্যোক্তা নারীর ক্ষমতায়নের প্রকল্প পরিচালক যুগ্ন সচিব আনোয়রা বেগম।