এফটিপিও আহ্বায়ক মামুনুর রশিদ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যুদ্ধাপরাধীর বিচারে তুরস্ক অসন্তোষ প্রকাশ করেছিল। কিন্তু সে দেশের সিরিয়াল আমাদের দেশে প্রচার হচ্ছে। তাই আমি ওই সিরিয়াল বন্ধের দাবি জানাই। আমরা এখানে আন্দোলন করতে আসিনি দাবি জানাতে এসেছি। শুধু ব্যবসার জন্যই চ্যানেল করবেন না। ব্যবসার পাশাপাশি সংস্কৃতির দিকেও নজর দিন।
তিনি বলেন, আজ দুঃখ হচ্ছে এ ভেবে যখন বিএনপি-জামাত জোট একুশে টেলিভিশন বন্ধ করে দিয়েছিল। তখন এ শিল্পীরাই শহীদ মিনারে আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু ওই চ্যানেলটি শিল্পীদের কথা না ভেবে ডাবিং সিরিয়াল প্রচার করছে। একুশে টেলিভিশনের পর ২৮ ডিসেম্বর এসএ টিভি এবং ২৯ ডিসেম্বর মাছরাঙা টিভি কার্যালয়ের সামনে অবস্থান নেবে এফটিপিও। প্রতিটি কর্মসূচি সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে।