সুনামগঞ্জ প্রতিনিধি : এক সহপাঠিকে বাচাঁতে পানিতে ঝাঁপ দিয়ে সুনামগঞ্জের মাইজবাড়ির জলমহালের পানিতে ডুবে সলিলল সমাধি হল দু’কিশোরের। নিজেদের গৃহস্থির গরুর পাল এক সাথে আনতে গিয়ে জলমহালের খাল পরাপার হতে গিয়ে সদর উপজেলার মাইজবাড়ী গ্রামের শাহিদ আলীর ছেলে রুবেল মিয়া (১৬) ও বাবুল মিয়ার ছেলে হৃদয় হাসান (১১)নামের দু’সহপাঠি কিশোর শনিবার সন্ধা থেকে নিখোঁজ হয়। পরবতর্তীতে দু’কিশোরের ভাসমান লাশ রবিবার সন্ধ্যায় সিলেট ও সুনামগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীরা জলমহাল থেকে উদ্ধার করেছে।
পুলিশ ও নিহত কিশোরদ্বয়ের পারিবারিক সুত্রে জানা যায়, সদর উপজেলার মাইজবাড়ী গ্রামের শাহিদ আলী’র ছেলে রুবেল মিয়া ও বাবুল মিয়ার ছেলে হৃদয় হাসান শনিবার বিকেলে গ্রামের পাশর্^বর্তী বাওনের বিল থেকে বাড়িতে গরু আনতে যায়।
এদিকে বাওনেরখাড়া নামের খাল পাড় হতে গিয়ে প্রথমে হৃদয় পানিতে ডুবে যায়। হৃদয়কে বাঁচাতে গিয়ে রুবেল পানিতে ঝাঁপ দিলে দু’জনই নিখোঁজ হয়ে পড়ে। সন্ধ্যায় গরু গুলো বাড়িতে ফিরে আসলে রাত অবদি রুবেল ও হৃদয় ফিরে না আসায় শুরু হয় পরিবার ও স্বজনদেও খোঁজাখুঁজি।
এদিকে রাতভর অপেক্ষার পর সিলেট ও সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা রবিবার সন্ধ্যায় দিকে ওই দু’কিশোরের লাশ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাসুক আলী রবিবার রাতে জানান, ‘নিহত দুই কিশোরের অবিভাবকদের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিষ্ট্রেট’র আদেশক্রমে দু’ কিশোরের লাশ বিনা ময়না তদন্তে রাতে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।