সিলেট জেলা প্রতিনিধি : সিলেট বিভাগ শিক্ষা উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান শিক্ষানুরাগী এপেক্সিয়ান শেখ জাহেদুর রহমান মাসুমের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কমসুচী পালিত হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচীতে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার কয়েক শতাধিক লেকজন অংশ অংশ নেন।
মানববন্ধন চলাকালে পুরান তেতলী জামে মসজিদের মোতাওয়াল্লী ছুরুক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সমাজকর্মী জাবের উদ্দিনের পরিচালনায় মাসুমের উপর থেকে মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শেখ জাহেদুর রহমান মাসুম দক্ষিণ সুরমার একজন সুপরিচিত সমাজসেবী ও ব্যবসায়ী। দক্ষিণ সুরমার সকল দাবী দাওয়া আদায়ে তিনি অগ্রসৈনিক হিসেবে কাজ করে আসছেন। অথচ প্রতারক চক্রের সদস্য হাসান ও রুপন কথিত সাজানো ঘটনায় হয়রানীর উদ্দেশ্যে মাসুমের উপর মিথ্যা মামলা দায়ের করেছে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাসুক আহমদ, ইউপি সদস্য সোনা মিয়া, শফিক আহমদ, লোকমান আহমদ, নেছার আহমদ, নছির মিয়া, সাহেদুর রহমান, আব্দুল আহাদ,হাজী জালাল আহমদ, ইজ্জাদ আলী, রুহেল আহমদ, জাহাঙ্গীর আলম, আবুল কালাম প্রমুখ।