অগ্রসর রিপোর্টঃ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনা মামলায় সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ আটজনের রায় দেয়া হবে আজ বুধবার।
মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে বিচারিক প্যানেল আজ রায় ঘোষণার দিন গতকাল মঙ্গলবার ধার্য করে আদেশ দেয়।
সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ আট আসামির মধ্যে অন্যরা হলেন-মো. বিল্লাল হোসেন বিশ্বাস, মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম এবং মো. আব্দুল খালেক। আসামির মধ্যে সাখাওয়াত ও মো. বিল্লাল হোসেন বিশ্বাস ছাড়া অন্যরা এখনো পলাতক।
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে এর আগে আরো ২৫ মামলার রায় ঘোষণা করা হয়েছে। এটি হবে মানবতাবিরোধী অপরাধ মামলায় ২৬ তম রায়।
আজ রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও আশপাশ এলাকার নিরাপত্তা জোড়দার করা হয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।