এর আগে আওয়ামী লীগ নেতা বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নেয়া হয়। মন্দির প্রাঙ্গণে বর্ষীয়ান এ নেতার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম, আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহীউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দীন সিরাজ প্রমুখ। জাতীয় হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় প্রয়াত নেতার প্রতি। এদের মধ্যে ছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহাও।
উল্লেখ্য, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৪টা ২৪ মিনিটে বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত মৃত্যুবরণ করেন।