স্টাফ রিপোর্টার: প্রায় চার ঘণ্টা পর নিখোঁজ শিশু নীরবের নিথর দেহ শ্যামপুর স্লুইস গেট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই স্লুইস গেট দিয়ে স্যুয়ারেজের পানি বুড়িগঙ্গায় পড়ে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
নিথর নীরবকে পরে একটি এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সোহেল রানা নীরবকে মৃত ঘোষণা করেন।
এর আগে, শিশু নীরবকে উদ্ধারে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উন্মুক্ত ম্যানহোলের নোংরা পানিতে উদ্ধার তৎপরতা চালান। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্যুয়ারেজের লাইন থেকে উঠে এলে স্থানীয়রা ময়লা পানিতে নেমে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখেন।
রাত ৮টার পর হঠাৎ খবর আসে শ্যামপুর স্লুইস গেট এলাকা থেকে এক শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান দ্য রিপোর্টকে উদ্ধার হওয়া নিথর শিশুটি নীরব বলে নিশ্চিত করেন।
রাজধানীর পুরান ঢাকার শ্যামপুর বাজারের পালপাড়া জাগরণী ক্লাবের সামনের খোলা ম্যানহোলে সাইফুল ইসলাম নীরব নামে পাঁচ বছরের শিশুটি মঙ্গলবার বিকেলে পড়ে যায়। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওসি এনায়েত হোসেন জানান, শিশুটি উন্মুক্ত ম্যানহোল দিয়ে স্যুয়ারেজের লাইনে পড়ে যায়। এ কারণে তাকে উদ্ধারে বেগ পেতে হচ্ছে। শিশুটি উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের তৎপরতা চলবে বলেও জানান তিনি।