উদ্বোধনী বক্তব্যে ফেরদৌসী প্রিয়ভাষিনী বলেন,বাবা ও মেয়ের এই যুগল ছবির প্রদর্শনীর মধ্যদিয়ে দেশের চিত্রকলা প্রদর্শনীতে এক নতুনধারার উন্মোচন হলো। বাংলার লোকজ সংস্কৃতিকে দু’জনের চিত্রগুলোতে উঠে এসেছে। প্রবীণ শিল্পী শ্রীবাস আমাদের চিত্রকলার একজন খ্যাতিমান ব্যাক্তিত্ব। তার মেয়ে শুক্লার চিত্রকর্মগুলো বহুলভাবে দর্শকদের আকৃষ্ট করবে।
অনুষ্ঠানে ভাষনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউশনের অধ্যাপক নেসার হোসেন বলেন,শিল্পী শ্রীবাস দেশের প্রবীন চিত্রকর। এই প্রদর্শনীতে তার কাজের দক্ষতা,নকশাধর্মী চিত্রগুলো অত্যন্ত শাবলীলভাবে ক্যানভাসে এসেছে। পিতা ও মেয়ে একসঙ্গে প্রদর্শনী করে চিত্রকলা প্রদশর্নীর ক্ষেত্রে ভিন্ন এক কর্মের সূচনা করলেন। যা শিল্পপ্রেমীদের ভাল লাগবে।
শিল্পী আবুল বারক আলভী বলেন, বাবা-মেয়ে দুইজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র ছিলেন। যে প্রতিষ্ঠানে অধ্যয়ন-সেখানেই তাদের যৌথ প্রদর্শনী হচ্ছে-এটা অত্যন্ত সুখের বিষয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্পী তাজুল ইসলা,শিল্পী শ্রীবাস বসাক,শিল্পী উর্মিলা শুক্লা। উদ্বোধনী অনুষ্ঠানের পর শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনী ফিতা কেটে প্রদশৃনীর উদ্বোধন করেন।
প্রদর্শনীতে দুই শিল্পীর মোট ৩২টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদশর্নী সবার জন্য উন্মুক্ত।
শিল্পী শ্রীবাস বসাক ও শিল্পী উর্মিলা শুক্লার প্রদর্শনী জয়নুল গ্যালারিতে শুরু
অগ্রসর রিপোর্ট : শিল্পী শ্রীবাস বসাক ও শিল্পী উর্মিলা শুক্লার যৌথ এক চিত্র প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই প্রদর্শনী সোমবার সন্ধ্যায় উদ্বোধন করেন শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনী।