বগুড়া প্রতিনিধি- বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকার দেশের প্রত্যেক ঘরে ঘরে সু-শিক্ষার আলো ছড়িয়ে দেবে। শিক্ষাক্ষেত্রে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, এই সরকারের আমলে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। শিক্ষার আলো গ্রাম পর্যায়ে পৌছাঁতে নন্দীগ্রামের ধুন্দার দ্বিমূখী উচ্চ বিদ্যালয়কে এখন কলেজে রুপান্তরিত করা হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে।
মঙ্গলবার দুপুরে বগুড়ার নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়নের ধুন্দার কলেজের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধনকালে উপস্থিত জনতার উদ্যেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধুন্দার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একে আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার ইমাম, থানার ওসি ফয়জুর রহমান, জেলা জাসদ নেতা কামরুজ্জামান কামরুল।
স্বাগত বক্তব্য রাখেন, ধুন্দার কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল ওয়াজেদ, সহকারি শিক্ষা অফিসার রঞ্জন কুমার, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বকুল হোসেন, ইউপি সদস্য মোখলেছুর রহমান, চাঁন মিয়া, নিখিল চন্দ্র, প্রধান শিক্ষক রহমতুল্লাহ, ফরিদুল ইসলাম, সমাজ সেবক ইয়াছিন আলী, আলী হাসান, উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম তোতা। কলেজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনাসহ কলেজের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।