অগ্রসর রিপোর্ট : সিঙ্গাপুরে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে কাজ করার জন্য হাইকমিশনারের প্রতি আহবান জানান। তিনি সেদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করার জন্যও তার প্রতি আহবান জানান।
রাষ্ট্রপতি সিঙ্গাপুরে আরো বাংলাদেশী যাতে যেতে পারে, এ জন্য পদক্ষেপ নিতে হাইকমিশনারকে পরামর্শ দেন।
হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বলেন, দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারে তিনি ভূমিকা রাখবেন। তিনি সিঙ্গাপুরে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
পরে ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ক্লাবের চেয়ারম্যান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ক্লাবের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং ২০১৭ সালে অনুষ্ঠিতব্য ক্লাবের ৫০ বছর পূর্তি উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান।
ক্লাবের প্রধান পৃষ্টপোষক রাষ্টপতি আবদুল হামিদ শিক্ষা এবং বিনোদনের একটি কেন্দ্রে পরিণত করে ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করার জন্য প্রতিনিধি দলের প্রতি আহবান জানান।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।