অগ্রসর রিপোর্টঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা আজ ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জাল টাকা উদ্ধার ও ৯ বিদেশি নাগরিকসহ ১০ জনকে গ্রেফতার করেছে । বিদেশি জাল মূদ্রার মধ্যে ডলার ও ইউরো রয়েছে।
র্যাব -২ এর অধিনায়ক লে. কর্ণেল মহিউদ্দিন বাসস’কে জানান, গ্রেফতারকৃত বিদেশিদের মধ্যে ক্যামেরুনের ৬ জন, কঙ্গোর ২ জন ও লিসাথোর ১জন নাগরিক রয়েছেন।
তিনি জানান, আটককৃত বিদেশি নাগরিকদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের কাছ থেকে ২০ হাজার ইউরো ও ২০ হাজার ইউএস ডলারসহ বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করা হয়।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আফ্রিকান নাগরিকরা বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসাটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জালটাকা তৈরি ও বিক্রি করে আসছিল।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।