যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুকধারীর গুলিতে পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। ব্যাটন রগ শহরের ওই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে আজ রোববার এ কথা বলা হয়েছে।
পুলিশের একজন মুখপাত্র বলেন, এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।
প্রাথমিকভাবে খবরে বলা হয়, আজ রোববার সকালে লুইজিয়ানার ব্যাটন রগ শহরে একজন বন্দুকধারী একটি রাইফেল দিয়ে গুলি ছোড়ে। এতে তিন পুলিশ সদস্য নিহত হন। আহত পাঁচ পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।