স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্ণিয়া অঙ্গরাজ্যের গভর্ণর জেরি ব্রাউন সান বার্নার্দিনোতে জরুরি অবস্থা জারি করেছেন। গত দুই ডিসেম্বরের হামলায় ১৪ জন নিহত হওয়ার পর শুক্রবার এ জরুরি অবস্থা জারি করা হয়।
এছাড়া কর্তৃপক্ষ সান বার্নার্দিনোর স্বাস্থ্য বিভাগের স্বাভাবিক কাজকর্ম শুরু করতে তহবিল দেয়ার উদ্যোগ নিয়েছে এবং হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের যে কোন সদস্য মৃত্যু সনদ কপি করতে গেলে তা বিনামূল্যে করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য হামলাকারীরা সান বার্নার্দিনোর স্বাস্থ্য বিভাগের হলি ডে পার্টিকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারী ছিল দুজন। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সৈয়দ ফারুক ও তার পাকিস্তানী স্ত্রী তাশফিন মালিক।
ধারণা করা হচ্ছে, সরাসরি না হলেও মুসলিম এ দম্পতি ইসলামিক স্টেট জঙ্গি গ্রুপ দ্বারা প্রভাবিত হয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।