অগ্রসর রিপোর্ট :যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জো বাইডেন। বুধবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস শপথ নেন। অভিষেক ভাষণে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রকে একতাবদ্ধ করা ও এই ‘অশোভনীয় যুদ্ধ’ শেষ করাই তার লক্ষ্য।
জো বাইডেন জোর দিয়ে জানান জাতির জাতির অভিন্নতা অর্জনে তিনি চেষ্টা করে যাবেন। গণতন্ত্র রক্ষার ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন এই প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র মূল্যবান, গণতন্ত্র ভঙ্গুর। আমার বন্ধুরা, এই সময়ে গণতন্ত্র বজায় রইল।
যুক্তরাষ্ট্রে অতীতে খুব কম মানুষই বর্তমানের মতো এত চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে বলে জানান বাইডেন। করোনায় মারা গেছে চার লাখের বেশি মানুষ। লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন, অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে।
জো বাইডেন বলেন, বিচারের স্বপ্ন আর বিলম্বিত হবে না।
তিনি আরো বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলা ও ভবিষ্যতের আমেরিকা নিশ্চিত করতে আমাদের কথা বলার চেয়ে বাড়তি কিছু করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে অধরা জিনিসটা আমাদের দরকার। তা হলো ঐক্য, ঐক্য।
জো বাইডেন আরো জানান, তার পুরো ‘হৃদয়জুড়ে’ এ চেষ্টাটাই থাকবে। আবার বলেন যে, যে শক্তি মানুষকে বিভক্ত করে তা গভীর ও সত্য।
তিনি বলেন, আমরা একে অপরকে শত্রু নয় বরং প্রতিবেশী হিসেবে দেখতে পারি, আমরা একে অপরকে মর্যাদা ও সম্মানের সঙ্গে বিবেচনা করতে পারি, আমরা চিৎকার না করে বা শীতল না থেকে শক্তির অংশ হতে পারি।
বাইডেন প্রতিজ্ঞা করে বলেন, তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন ও এই অশোভনীয় যুদ্ধের ইতি টানবেন।
ডেমোক্র্যাট এই প্রেসিডেন্ট আরো বলেন, যারা আমাকে সমর্থন করছেন না, তারা আমার কথা শুনুন, এগিয়ে চলার পথে আমার হৃদয়কে বুঝতে চেষ্টা করুন। তারপরও যদি আপনি ভিন্ন মত পোষণ করেন, তবে তাই হোক। এটা গণতন্ত্র, এটাই আমেরিকা। শান্তিপূর্ণভাবে মতের অমিল জানানো সম্ভবত আমাদের জাতির সবচেয়ে বড় শক্তি।
সূত্র: এনবিসি নিউজ।