ভালো আচরণের পুরস্কার। মুম্বাই বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে দোষী সাব্যস্ত সঞ্জয় দত্ত মেয়াদ শেষের ১০৫ দিন আগে ছাড়া পাচ্ছেন জেল থেকে। ২৭ ফেব্রুয়ারি মুক্তির প্রস্তাবে অনুমোদন মহারাষ্ট্র সরকারের।
১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় বেআইনিভাবে একে ৪৭ রাইফেল রাখা, তথ্যপ্রমাণ লোপাট ও তা নষ্ট করে ফেলার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড হয় ৫৬ বছরের এই অভিনেতার। ২০১৩ সালে দেশের সর্বোচ্চ আদালত পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ দেন অভিনেতাকে। বর্তমানে পুনের ইয়েরওয়াড়া জেলে বন্দি ছিলেন তিনি। বন্দি থাকাকালে তিনি একাধিকবার প্যারোলে জেলের বাইরে এসেছেন।
এমনকি ২০১৫-র জানুয়ারি থেকে দীর্ঘসময় পর্যন্ত তিনি ফরলোতেই জেলের বাইরে ছিলেন। এ ব্যাপারে তার প্রতি জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্ব দেখানোর অভিযোগও ওঠে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।