গল্পসংক্ষেপ : ইমতিয়াজ ঐশীর চাচা, যিনি ঐশীর তিন মাস বয়সে তার বাবা-মাকে হত্যা করে ধনসম্পদের লোভে। ঐশী ইমতিয়াজকেই তার বাবা বলে যানে। ইমতিয়াজ একজন বড় ব্যবসায়ী। ঐশীর যখন ৬ মাস বয়স, তখন ইমতিয়াজ ব্যবসার প্রয়োজনে লন্ডন চলে যায় এবং সেখানেই সেটেল্টড হয়। সাথে ঐশীকেও নিয়ে যায়। ঐশী লন্ডনেই বড় হয়। সাজ্জাদ চাকরির সন্ধানে লন্ডন যায় এবং সেখানেই চাকরি করে। লন্ডনে ঐশীর সাথে সাজ্জাদের পরিচয়ের সূত্র ধরে প্রেম, অতঃপর বিয়ে করে তারা দুইজন। বিয়ের কিছু দিন পর ঐশী রোড অ্যাক্সিডেন্টে মারাত্মক আঘাত পায়। হাসপাতালে যখন জ্ঞান ফেরে, তখন ঐশী পুরনো সব স্মৃতি ভুলে যায়, আগের কোনো কিছুই আর মনে পড়ে না। এমনকি তার স্বামী সাজ্জাদের কথাও না। এ দিকে ইমতিয়াজ সাজ্জাদকে মেনে নেয় না। সাজ্জাদকে হুমকি দেয়, যদি সে ঐশীকে পেতে চায় তাহলে তাকে হত্যা করা হবে। সাজ্জাদ ঐশীকে ফিরে পেতে নানা ধরনের কৌশল অবলম্বন করে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।