অগ্রসর রিপোর্ট :প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতার প্রথমদিকেই মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনার সময় ইরান প্রেক্ষাপট গুরুত্ব পাবে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্র বাধা দিবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু ইস্যুতে অবস্থান কঠোর করবে ও অন্যান্য উদ্বেগের বিষয়গুলো সামনে আনবে, প্রেসিডেন্ট এ বিষয়টি স্পষ্ট করেছেন। ইরানকে অবশ্যই চুক্তি অনুসারে পরমাণু কর্মসূচি সীমাবদ্ধ করতে হবে।
জো বাইডেন আগে জানিয়েছেন, ইরান যদি ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুসারে পরমাণু কর্মসূচির সীমাবদ্ধতা মেনে চলে তবে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলে নেয়া হবে।
যুক্তরাষ্ট্রসহ অন্য বিশ্বশক্তিগুলোর সঙ্গে ওবামা প্রশাসনের আমলে ২০১৫ সালে ইরানের সঙ্গে হওয়া পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে বেরিয়ে আসেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর একের পর এক অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়। পরিপ্রেক্ষিতে ইরানও পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখে।
মঙ্গলবার বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে পুনরায় যোগ দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করবে না। ইরান চুক্তি সচল করার জন্য কতটুকু করেছে তা নতুন প্রেসিডেন্টের দেখার রয়েছে।
সূত্র: আরব নিউজ।