অনলাইন ডেস্ক- ইরানের সঙ্গে হওয়া সাম্প্রতিক পারমাণবিক চুক্তির প্রশংসা করেছেন মার্কিন বিজ্ঞানীরা। শনিবার যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান বিজ্ঞানীদের একটি দল প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে লেখা এক চিঠিতে এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এই দলে রয়েছেন মোট ২৯ জন পারমাণবিক গবেষক এবং কয়েকজন নোবেল পুরস্কার বিজয়ী। তারা চুক্তিটিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য এক মাইলফলক বলে উল্লেখ করেছেন। খবর এএফপি।
চিঠিটিতে বলা হয়, চুক্তিটি মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং পারমাণবিক বিস্তাররোধে পথনির্দেশক হিসেবে বিবেচিত হবে। পারমাণবিক বিস্তাররোধে কাঠামো গঠনের ক্ষেত্রে এই চুক্তি ইরানের সাথে পূর্ববর্তী আলোচনা থেকে অনেক কঠোর বলে অভিহিত করা হয়েছে। ২৯ জনের স্বাক্ষর সংবলিত চিঠিটিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন কয়েকজন পদার্থবিদের নাম রয়েছে। যারা বিভিন্ন সময়ে কংগ্রেস, হোয়াইট হাউজ বা ফেডারেল এজেন্সিকে সামরিক নিরাপত্তা খাতে পরামর্শ দিয়েছেন। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ব্রাউন ইউনিভার্সিটির লিঁও কুপার, বোস্টন ইউনিভার্সিটির শেল্ডন গ্ল্যাশো, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ডেভিড গ্রস ও সান্টা বারবারা। এছাড়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বার্টন রিচার এবং এমআইটির ফ্রাঙ্ক উইলজ্যাক চিঠিতে স্বাক্ষর করেছেন। উল্লেখ্য, এদের সকলেই নোবেল বিজয়ী গবেষক।
পারমাণবিক শক্তিধর ছয় রাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র গত মাসে ইরানের সাথে এক চুক্তি স্বাক্ষর করে। তাতে ইরান পারমাণবিক বোমা তৈরী করবে না বলে উল্লেখ করা হয়। এর বিনিময়ে ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সরিয়ে নেয়া হবে। ক্রমাগত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতেই ইরান এই চুক্তি স্বাক্ষর করেছে বলে মনে করা হয়। চুক্তি অনুসারে, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
এদিকে হোয়াইট হাউজ এই চুক্তির পক্ষে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের সমর্থন নিতে লবি নিযুক্ত করে প্রচারণা চালাচ্ছে। মার্কিন বিজ্ঞানীদের দেয়া দুই পৃষ্ঠার চিঠিটি কংগ্রেসের সন্দেহপ্রবণ সদস্যদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।