তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আগামী ২০ মে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আহবানকৃত জনসভা সফল করতে বিকাল ৪টায় লাবসার মাগুরায় শ্রমিক নেতৃবৃন্দের সাথে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শ্রমিকনেতা রেক্সোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মহিবুল্লাহ মোড়ল, সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সম্পাদক কমরেড ফাহিমুল হক কিসলু। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিকনেতা মনির হোসেন, জাকির হোসেন, গুরুপদ সরকার, আয়ুব হোসেন, তৌফিক গাজী, দীপক রায়, মামুন হোসেন, ফরহাদ হোসেন অপু, ফারুক হোসেন, আকতার হোসেন, হাসিনা বেগম, জাহানারা বেগম, তহমিনা খাতুন, পবিত্র দাস, সখিনা বেগম, আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ন্যায্য মজুরী শ্রমিকদের মৌলিক অধিকার। কিন্তু শ্রমিকদের পাওনা এ অধিকার কেড়ে নিচ্ছে রক্তচোষা সুবিধাবাদি শাষকগোষ্ঠী। শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক গণআন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন, ২০১২ ও ১৩ সালের সহিংসতায় সাতক্ষীরার ষোল শহীদের খুনীদের এখনও পর্যন্ত আইনী শাস্তির আওতায় আনা হয়নি। ওই অপশক্তি এখনও কৌশলে তৎপরতা চালিয়ে যাচ্ছে। আরেকদিকে ২০১৪ সালে সহিংসতা সৃষ্টিকারী হেফাজতও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আমাদের সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এসব অপশক্তির বিরুদ্ধে সাতক্ষীরাবাসীকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ২০ই মে জনসভা দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জনসভা আপামর সাতক্ষীরাবাসীর।