স্টাফ রিপোর্টার : ভারতের রাজধানীর প্রধান বিমান বন্দরের কাছে মঙ্গলবার সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী একটি ভাড়া করা ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১০ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, নয়াদিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পরপরই বিমানটি একটি দেয়ালে লেগে বিধ্বস্ত হয়। বিমানটিতে ১০ আরোহী ছিলেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর জরুরী কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।
বেসামরিক বিমান মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মহেশ শর্মা বলেন, ‘বিমানটি ওড়ার পরপরই বিধ্বস্ত হওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক। বিমানের চালকসহ ১০ আরোহীদের সবাই মারা গেছেন।’
দুই ইঞ্জিনের এই বিমান পূর্বাঞ্চলের ঝাড়খন্ড রাজ্যের রাঁচিতে যাচ্ছিল। বিমানটিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর টেকনিশিয়ানরা ছিলেন।
দিল্লী দমকল সার্ভিসের পরিচালক এ কে শর্মা বলেন, ‘স্থানীয় সময় সকাল ৯ টা ৫০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। এর আগে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।’
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থল থেকে পথচারিদের সরিয়ে দিচ্ছেন এবং দমকল বাহিনীর গাড়ি অন্য পাশে দাঁড়িয়ে রয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।