সিলেট প্রতিনিধি : সিলেট ফেসবুকে ইসলাম ও হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির মামলায় রাকেশ রায়কে গ্রেফতার করা হয়েছে। সিলেটের সীমান্তপথ ব্যবহার করে বুধবার সকালে ভারতে প্রবেশের সময় পুলিশ লালাখাল থেকে তাকে গ্রেফতার করে। রাকেশ হিন্দু মহাজোঠের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ও হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ উঠে হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়ের বিরুদ্ধে।
রাকেশের কটূক্তিপূর্ণ একটি বক্তব্যের ছবি শনিবার সন্ধ্যা থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে সিলেটের জকিগঞ্জ, বড়লেখাসহ বিভিন্ন উপজেলাবাসী। এ নিয়ে রাকেশের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় আইসিটি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেন ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি।
মামলা হওয়ার পরই আত্মগোপনে থেকে রাকেশ ফেসবুকে ফের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ফুসলিয়ে তাকে রক্ষায় ও সহযোগীতার জন্য আহবান জানানোর আড়ালে সাম্প্রদায়িকতা ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, মামলা হওয়ার পরই রাকেশকে গ্রেফতারের কাজ শুরু করে পুলিশ সহ গোয়েন্দা সংস্থার লোকজন। বুধবার ভোরের দিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাকেশের অবস্থান পাওয়ায় যায় জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা লালাখালে। অবস্থান নিশ্চিত হয়েই একদল পুলিশ অভিযান চালায় লালাখালে। সকাল ৭ টার দিকে ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকেশ জানায় গ্রেফতার এড়াতে সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বেশ কয়েকদিন ধরেই।